গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-০৪, ৭:৫২ অপরাহ্ন /
গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে বজ্রপাতে শহিদুল মাতুব্বর (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।আজ ৪ মে

সকাল সাড়ে ১০টার দিকে নিজ কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল মাতুব্বর দিগনগর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন কৃষক ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।