প্রকাশিত,২৩,ডিসেম্বর
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া ছনখলা গ্রামের রামচান অংশে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আলী হাওলাদারের দুই পুত্র সাগর (৩৫) ও সাদ্দাম (৩৮) এর বসতঘর এবং রুস্তম হাওলাদারের পুত্র আনিস হাওলাদারের (৪০) বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্তরা পেশায় শ্রমজীবী, যারা ঘটনার সময় কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে শুধুমাত্র তাদের বৃদ্ধ পিতা-মাতা ও স্ত্রীরা অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগরের স্ত্রী রান্না করার সময় সিলিন্ডারের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের দল দূরত্বের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এর মধ্যে এলাকাবাসীর প্রচেষ্টায় অন্য ৩টি ঘর রক্ষা করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে।
স্থানীয় ইউপি সদস্য রেফাবুল্লা ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঘর নির্মাণের জন্য টিন সরবরাহ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসী সহানুভূতি প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :