প্রকাশিত,১১,আগস্ট, ২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর,প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পৌর এলাকায় পরিষ্কার – পরিচ্ছন্ন কর্মসূচি ও বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ মোড় গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
দেশব্যাপী শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে সরকার পতনের পর কর্মবিরতিতে চলে যায় পুলিশ সদস্যরা।
তাই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় দেশের শিক্ষার্থীরা।
উপজেলার ৭১ চত্বর, টিএনটি মোড়,কলেজ মোড়,পাচ্চর স্ট্যান্ড সহ- গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
কারো হাতে লাঠি, মুখে বাঁশি ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করছেন।
পৌর বাজারের ব্যবসায়ী, দোকানদার ও অটোচালকরা জানান, শিবচরের সাধারণ শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে সারা দেশের মতো হাতে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে, তাদের জন্য দোয়া ও শুভ-কামনা রইলো।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার- পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেয়া বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা জানান, বর্তমানে আমরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করছি, ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহনের চলাচল স্বাভাবিক করে যাচ্ছি।আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি।
এ সময় নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন বর্তমানে রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, পৌরসভার পরিছন্নতা কর্মী নেই তা বোঝা যাচ্ছে না। শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করছেন।
আরেক শিক্ষার্থী বলেন যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবেন।
আপনার মতামত লিখুন :