নলছিটি মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-৩০, ১০:২৯ অপরাহ্ন /
নলছিটি মডেল মসজিদ  ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশিত,৩০, জুলাই,২০২৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

(৩০ জুলাই) রবিবার সকাল ১০টায় উদ্বোধন উপলক্ষে মডেল মসজিদ হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, সহকারী কমিশন (ভুমি) সমাপ্তি রায়, অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

এ ছাড়াও ইসলামী ফাউন্ডেশন, আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, আলেম ওলামা প্রমুখ উপস্থিত ছিলেন।