গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১২, ২:৩৮ অপরাহ্ন /
গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,১২,সেপ্টেম্বর

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩ টায় গলাচিপা থানা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গলাচিপার সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী (সদর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও সহকারি পুলিশ সুপার দশমিনা-গলাচিপা (সার্কেল) মোর্শেদ তোহা।মতবিনিময় সভায় গলাচিপা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দের সাথে পরিচয় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন পটুয়াখালী পুলিশ সুপার। এ সময়ে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।এর পূর্বে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান এর নেতৃত্বে প্রধান অতিথি এবং সফর সঙ্গীদের গার্ড অব অনার এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানোর মাধ্যমে থানা পরিদর্শন করেন।