গভীর রাতে হামলা, ভাংচুর পটিয়ায় ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-১৮, ১২:০৮ পূর্বাহ্ন /
গভীর রাতে হামলা, ভাংচুর পটিয়ায় ৪ জনের বিরুদ্ধে  চাঁদাবাজির মামলা দায়ের।

প্রকাশিত,১৭,ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদ দাতাঃ

সন্ত্রাসী হামলা, বাউন্ডারী ওয়াল ভাংচুর ও চাঁদাদাবীর অভিযোগে পটিয়ায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদাদাবীকারী ২/৩ জন আওয়ামী ফ্যাসিবাদের সদস্য বলে জানা গেছে। গত বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে এরশাদ শাহা রাজু, রফিক, এয়ার মোহাম্মদ, আহাম্মদ নুর বাচা তাদের আসামী করে এ মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার খরনা গ্রামের শ্যামবৈদ্যের বাড়ী এলাকার নজরুল ইসলাম তার ক্রয়কৃত ভূমিতে বাউন্ডারী ওয়ালের সংস্কার করতে গেলে বড়লিয়া গ্রামের শাহা বাড়ীর অধিবাসী কিশোর গ্যাং লিডার এরশাদ শাহা রাজু, নজরুল ইসলাম থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে রাজী না হলে গত ২৩ জানুয়ারী ও ১১ ফেব্রুয়ারী দুই দফায় নজরুলের বাউন্ডারী ওয়াল ভাংচুর করে।

গত শনিবার রাতেও ৩য় দফায় বাউন্ডারী ওয়াল ভাংচুর করা হয়। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। এরশাদ শাহার নিয়ন্ত্রিত কিশোর গ্যাং এর একটি
গ্রুপ শনিবার গভীর রাত ২টায় নজরুলের সংস্কারকৃত বাউন্ডারী ওয়ালে হানা দিয়ে ভাংচুর চালায়। এতে নজরুল পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে পটিয়া থানার এস. আই কামরুজ্জামান জানান ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা অদৃশ্য হয়ে যায়।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

১৭/০২/২৫