গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৫, ২:৪১ অপরাহ্ন /
গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ।

প্রকাশিত,২৫,সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায় গত ২৩সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি চাউলের ডিলার নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে গোপনে রাতের আধারে।
উপজেলার ১৫ ইউনিয়নে ৪৩ জন ডিলারের নাম প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর তাদের দোসর ও আওয়ামী লীগের কর্মকান্ডে সক্রিয় আটজন নিয়োগ পেয়েছেন। লংগাইর ইউনিয়নের কামাল ফকির, নিগুয়ারীর মোস্তাক আহমেদ মৃধা,মশাখালীর ওয়াহাবসহ অনেকেই আওয়ামী লীগের হয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও নৌকার নির্বাচন করেছে। আওয়ামী লীগের আটজন ছাড়াও বাকি যে কয়জন নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যেও বিগত ১৭ বছরের নির্যাতিতদের বাদ দিয়ে অপেক্ষাকৃত নিস্ক্রিয়, অপরিচিত, আনকোরা ও অগুরুত্বপূর্ণদের তালিকাভূক্ত করা হয়েছে অর্থের বিনিময়ে। অনেক ইউনিয়নে এক গ্রাম থেকে দুইজনকেও দেয়া হয়েছে। এখানে গুরতর অনিয়ম হয়েছে, কোনো সুষ্ঠু ও সুবিবেচনাপ্রসূত কাজ হয়নি বলে স্থানীয় ও সংশ্লিষ্ট সকলেই জানিয়েছেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, উপজেলা অফিস সহ সরকারি বিভিন্ন দপ্তরে এখনো আওয়ামী লীগের কার্যক্রম চলমান।
সাধারণ জনগণ রাষ্ট্রের উর্ধতন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গফরগাঁও সরকারি কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও প্রতিকারের দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুড কর্মকর্তা আসাদুজ্জামান, বলেন ডিলারের আবেদন, নেতাদের সুপারিশ সবকিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার দিয়েছি, আমি কিছু জানি না।

সাংবাদিকদের প্রশ্নে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত ইয়াসমিনজানান
কে আওয়ামী লীগ কে বিএনপি আমি তো চিনি না।

ডিলার নিয়োগে কেন্দ্রীয় বিএনপি নেতার সুপারিশ, জেলা বিএনপি নেতা সুপারিশ, গফরগাঁও উপজেলা বিএনপি’র পাঁচ নেতা সুপারিশ ও তালিকা আমাকে দিয়েছে। এসব তালিকা যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দিয়েছি।

ডিলার বঞ্চিত বিগত ১৭বছর আওয়ামী নির্যাতন-নিপীড়নের শিকার আবেদন কারীদের কেউ ডিলারশীপ পায়নি অভিযোগ করে ৪/৫শত আবেদনকারী উপজেলা অফিসে বিক্ষোভ করেন। তারা বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে , কোনো নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ হয়েছে। অবিলম্বে আওয়ামী দোসর ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগকৃত ডিলার কার্যক্রম বাতিল করে প্রকৃত ত্যাগী, নির্যাতিত ও সুষ্ঠুভাবে ডিলার নিয়োগ অথবা লটারির মাধ্যমে পুনরায় ডিলার নিয়োগের দাবি জানিয়ে ইউএনও ও সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে দাবী জানান।

দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করা হবে বলে বঞ্চিত ও আন্দোলনকারীরা জানিয়েছেন।