কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২২, ৮:২৪ অপরাহ্ন /
কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

প্রকাশিত

নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জ:-

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নে আজ ২২ মে ২০২৫ তারিখে ইউনিয়ন পরিষদ হলরুমে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী আব্দুল অদুদ আলফু মিয়ার সভাপতিত্বে, বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রব।

সভাটি বাস্তবায়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সুপ্রীম এশিয়া’ প্রকল্প সার্বিক সহযোগিতা প্রদান করে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি,ইমাম প্রতিনিধি, যুব প্রতিনিধি, ইসলামিক রিলিফ বাংলাদেশের স্বনির্ভর নারী দলের প্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।