প্রকাশিত,০৮, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৬ তারিখ মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটের সময় গলাচিপা পৌর মিনি স্টেডিয়ামে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরদার, গণমাধ্যমের ব্যক্তিবর্গ সহ স্থানীয় লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, এই কম্বল আপনাদেরকে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। ইতিপূর্বে প্রতিটি গ্রামে ৮ থেকে ১০ কোটি টাকা ব্যয়ে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্কুল করে দিয়েছেন। আমি এখানে একটি কথাই বলতে এসেছি আপনার বাচ্চারা শিক্ষায় অনেক পিছিয়ে আছে। আপনাদের বাচ্চারা যদি শিক্ষায় এগিয়ে যেতে পারে তাহলে আমার স্থানে থেকেই আপনারা কম্বল দিতে পারবেন, আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম।
আপনার মতামত লিখুন :