প্রকাশিত,১৯ ডিসেম্বর ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদার সহধর্মিনী মাহমুদার নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ড থেকে নৌকার মিছিলে নারীদের ঢল নেমেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে এসে শেষ হয়।
এ সময় মিছিলের শ্লোগানে নারীরা বলেন, বারবার দরকার শেখ হাসিনা সরকার, আসছে দেশে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে গলাচিপাতে। এস.এম শাহজাদা ভাইয়ের হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড মহিলা আ’লীগ নেত্রী মোসা. বিন্তি তালুকদার, মোমেলা বেগম, মিনি বেগম, রুজী বেগম, সূচি রানী, পূর্নিমা রানী পাল, শারমিন বেগম, সাথি বেগম সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :