প্রকাশিত,৪ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী৷ জেলা প্রতিনিধি
উদ্বোধনের দীর্ঘ তিন বছর পর চালু হলো হলো নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থল বন্দরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন।
আজ ৪ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩ টায় এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন , নীলফামারী ১ আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার।
ডোমার উপজেলার ইউএনও শাহিনা শবনম এর সভাপতিত্বের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডোমার উপজেলার চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক ( ভারপ্রাপ্ত) ওহিদুল ইসলাম, নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার, ডোমার উপজেলার ভাইসচেয়ারম্যান৷ আব্দুল মালেক, ডোমার উপজেলার ওসি মোস্তাফিজার রহমান ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক ও চিলাহাটি ফায়ার সার্ভিসের জমিদাতা তকদিরুল আলম প্রামানিক ।
এসময় চিলাহাটি ফায়ার স্টেশন এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বলেন এই স্টেশন এর পানি রংপুর আঞ্চলিক ল্যাবরেটরিতে পরিঙ্কা করে অতিরিক্ত পরিমাণে আয়রন পাওয়ায় এতদিন এর কার্যক্রম বন্ধ ছিল , এখন তা সমাধান করে এর কার্যক্রম আজ থেকে শুরু হলো
আপনার মতামত লিখুন :