প্রকাশিত,২৬,আগস্ট, ২০২৪
শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে গফরগাঁওয়ে হাজারো ছাত্র-জনতার মোটর শোভাযাত্রা
পলাতক খুনি হাসিনা, আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি। কেউ যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে সে ব্যাপারে সজাগ আছি।
একটি অবাধ,সুষ্ঠু,গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের উন্নয়ন, সুশাসন, মানবাধিকার নিশ্চিত করাসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে কাজ করবো।
খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ -১০ ( গফরগাঁও-পাগলা) আসনের নমিনি আক্তারুজ্জামান বাচ্চু’র নেতৃত্বে পাগলা থানার নিগুয়ারী থেকে শুরু হয়ে পাগলা বাজার-কান্দিপাড়া বাজার-মাইজবাড়ি বাজার- গফরগাঁও বাজার-শিবগঞ্জ বাজার-মশাখালী স্কুলের বাজার- পাইথল গয়েশপুর বাজার-পাগলা থানা সদর হয়ে গফরগাঁও ইউএনও এফিসের সামনে এসে রোড মার্চ ও বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হয়।
বিভিন্ন পথ সভায় আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পলাতক খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত গফরগাঁও ও পাগলা থানার জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি, থাকবো। বৈষ্যম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনসহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে যাদের নির্বিচারে হত্যা করেছে, সেই সব হত্যাকারীদের বিচার করতে হবে। গফরগাঁও ও পাগলায় ফ্যাসিস্ট হাসিনার দোসর বাবেল ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার করতে হবে। গফরগাঁও ও পাগলা থানায় লুটপাট, দখল, চাদাবাজি, হামলা, নির্যাতন করে ভয়ের সম্রাজ্য কায়েম করেছিল বাবেল।
আমরা সন্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করার জন্য নেতা-কর্মীদের নিয়ে কাজ করছি। জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানের জন্য দলের নির্দেশনায় কাজ করছি।
এ সময় পাগলা থানা বিএনপির সদস্য মোসাদ্দেক হোসেন মানিক, শেখ মোঃ ইছমত, আব্দুর রশিদ মেম্বার, মোঃ নুরুজ্জামান, ইয়াসিন খান, আমিনুল ইসলাম বাবুল, উজ্জল আহমেদ পাপ্পু, ফরিদ খান, শেখ রিপন আহমেদ, রইছ উদ্দিন, গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন, স্বপন চেয়ারম্যান, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লোকমান হোসেন, পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক লতিফ তালুকদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক শফিউল আলম পলাশ, মোশারফ হোসেন, পাগলা থানা জাসাসের সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, পাগলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক আনার ঢালী, সালে আকরাম তসলিম, যুবদল নেতা চন্দন সরকার, শ্রমিক দল নেতা মাজাহারুল ইসলাম, কৃষক দল নেতা বেলাল উদ্দিন, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, আবু সায়েম ফরহাদ, মমিনুল ইসলামসহ হাজার হাজার নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :