ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী সানার একটি বিদ্যুৎকেন্দ্র ও দুইটি বন্দরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে সেখানে বেশ কয়েক জন নিহত হয়েছেন।
অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।
প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু
গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালানা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :