

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামের এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তাকে ওই ক্যাম্পের ব্যারাক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, নিহত র্যাব সদস্যের স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
তার সহকর্মীদের সূত্রে জানা যায়, সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। পরে জোহরের নামাজের সময় হলেও সে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন।
বারবার জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ বলেন, এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও লাশ ময়নাতদন্ত করা হবে।






















আপনার মতামত লিখুন :