জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে কু-চক্রী মহলের অপপ্রচার !


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১২, ৯:২০ অপরাহ্ন /
জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে কু-চক্রী মহলের অপপ্রচার !

প্রকাশিত

মারুফ সরকার, প্রতিবেদকঃ

সাম্প্রতিক সময়ে একটি ঠিকাদার প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মো: জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন মাধ‍্যমে অপপ্রচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

একে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।জহির উদ্দিন দেওয়ান বলেন,একটি প্রতারক চক্র শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হয়নি নামে বেনামে কিছু গনমাধ‍্যম’কে ভুল বুজিয়ে আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে।তিনি বলেন, অভিযোগে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

অভিযোগে বলা হয়েছে, দরপত্রের দ্রুত সিদ্ধান্তের জন্য মাত্র ১৪ দিনের সংক্ষিপ্ত নোটিশে প্রকাশ করা হয় । কিন্তু দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলেও টেন্ডারটির মেয়াদ ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং পার হলেও এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানিতে পারেনি কতৃপক্ষ ।যাহা সম্পূন্ন বানোয়াট,দরপত্রের ভালো মূল‍্যয়নের জন‍্য অধিকতর সময় নিয়ে মূল‍্যায়ন কমিটির সকলের সম্মতি ক্রমে বাস্তবায়ন করা হয় যাহা আমার একার পক্ষে সম্ভব নয়।

পিপিআর ২০০৮ এর বিধি ১০১ এ বিধি অনুযায়ী “মূল্যায়ন কমিটি চাইলে সময় বাড়ানোর সুযোগ থাকে ‍যা ঠিকাদার প্রতিষ্ঠান নিজেও জানেন না।

অন‍্য এক অভিযোগে বলা হয়েছে প্রতিটি দরপত্র মূল্যের জন‍্য আমি ৬% টাকা অবৈধভাবে দাবী করেন।যাহা সম্পূন্ন মিথ‍্যা ও বানোয়াট ।ঠিকাদার প্রতিষ্ঠান তার অভিযোগে উল্লেখ করেন দরপত্রটি বাতিল করার আমি হুমকি প্রদান করি ।দরপত্র বাতিল করার ও আমার একক কোনো সুযোগ নেই।

এ বিষয়ে জহির উদ্দিন দেওয়ান বলেন,আমি ২৬ জুন ২০২৪ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ)দায়িত্বভার গ্রহণ করি ।আমার দায়িত্ব গ্রহনের পর থেকে আমি কোনো রকম অনিয়ম ও দূর্নীতির সাথে নিজেকে জড়াই নি।সততা ও নিষ্ঠার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি।অভিযোগে যেসকল তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ন মিথ‍্যা ও বানোয়াট ।অপপ্রচারের কেউ বিভ্রান্ত না হওয়ার ও আহ্বান জানান তিনি।