গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৮, ৯:৩৯ অপরাহ্ন /
গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন।

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি, 

গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন।

শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  এ উপলক্ষ্যে  ধুধবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়ন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক, সিভিলসার্জন, পুলিশ সুপার,প্রেসক্লাব সভাপতি  ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখানে, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গায়েত্রী বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন সহ আরো অনেকে।এ ছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যলায়ের হল রুমে  পুস্টি বিষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলা কর্মকর্তাসহ গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।