গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-আয্হা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-০৩, ১:৩৩ পূর্বাহ্ন /
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-আয্হা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

প্রকাশিত

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনেপ পবিত্র ঈদ-উল-আয্হা ২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২জুন ২০২৫) সকাল ১১,টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন,এম,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর, মাসুদ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম , পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মতিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।

প্রস্তুতিমূলক সভায় নির্বাহী অফিসার বলেন
পবিত্র ঈদ-উল আয্হার জন্য তিন ধরনের প্রস্তুতি নিতে হয়।
প্রাথমিক প্রস্তুতি হচ্ছে গরুর হাটের ব্যবস্থাপনা।
যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে সেখানে আইনÑশৃঙ্খলা বাহিনী ও অনুগপ্তরের কর্মকর্তাদের বসার ব্যবস্থা রাখা হবে।

হাটের আশেপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে।

গফরগাঁও কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি কোরবানীযোগ্য পশু প্রস্তুত রয়েছে।
কোরবানির পশু জবাইয়ের পরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন পৌরসভা সহ উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে সেলক্ষ্যে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, লোকবল ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিজ নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে। একদিনেই যেন সব চামড়া ঢাকায় না যায়। চামড়া যদি একদিনে মূল ব্যবসায়ীর হাতে চলে যায় তাহলে আপনারা সঠিক মূল্য পাবেন না। যদি সরকারের পক্ষ থেকে চামড়া সংরক্ষণের জন্য লবণ বরাদ্দ আসে তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী সবাইকে ভাগ করে দেব।
তিনি বলেন, ঈদের জামাতের কমিটি জামাতের সকল কার্যক্রম পরিচালনা করবে। পবিত্র ঈদ-উল-আয্হার নামাজের জামাত প্রতিবারের মতো ঈদগাহে সকালে অনুষ্ঠিত হবে। আবাহওয়া প্রতিকূল থাকলে ঈদের জামাত জামে মসজিদে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।