গফরগাঁও উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুখে মাক্স না পরার অপরাধে ২৪ব্যক্তিকে জরিমানা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-২৬, ২:০৮ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুখে মাক্স না পরার অপরাধে ২৪ব্যক্তিকে জরিমানা।

প্রকাশিত, ২৬-১১-২০২০
।হানিফ খান, স্টাফ রিপোর্টার ্

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার ভাইরাসের দ্বিতীয় ধাপ,এড়াতে পথচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে পৌর শহরের জামতলা মোড়, ষ্টেশন রোড ও রেল ষ্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসে। এ সময় মুখে মাস্ক নেই এমন ২৪ ব্যক্তিকে সর্বমোট তিন হাজার টাকা আর্থিক জরিমানা এবং ছিন্নমূলদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, এখন করোনার দ্বিতীয় ধাপ প্রায় মুখোমুখি। তাই এ সময় সড়ক ও যানবাহনে চলাচলকারীদের মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও অসচেতন মানুষদের আর্থিক জরিমানা ছাড়াও মুখে মাস্ক ব্যবহার সম্পর্কিত ধারণা দেওয়া হচ্ছে।