

প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এতিমখানা মাদ্রাসা ও দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুস্থ ও এতিমখানা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত দুম্বার মাংস, বিভিন্ন এতিমখানা মাদ্রাসায়ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।
এ সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠান, প্রধানদের হাতে সরাসরি দুম্বার মাংস বিতরণ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ৪২ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বরাদ্দ পাওয়া উক্ত মাংস উপজেলা পরিষদে আসে।
উপজেলা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুম্বার মাংসগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার।
তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় শতকের উপরে এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস এতিমখানা মাদ্রাসা ও দুস্থ মাঝে বিতরণ করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :