গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন,অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-৩০, ৪:১১ অপরাহ্ন /
গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন,অনুষ্ঠিত,

প্রকাশিত,৩০,ডিসেম্বর

আয়নাল ইসলামঃ

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে গফরগাঁওয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে শুভযাত্রা র্যলীর মাধ্যমে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোবাইয়া ইয়াসমিন ।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন,

উপজেলা কৃষি কর্মকর্তা সাকুরা নামনি,
সহ, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র, ছাত্রী, ইলেকট্রনিক ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন , তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের ন্যায় গফরগাঁও উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।