প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২, মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন,এম,আব্দুল্লাহ আল মামুন। তিনি আগামী ১৫ মার্চ গফরগাঁও উপজেলা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবানঢ় জানান।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো.শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরে আলম ভূঁইয়া ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার,ডাঃ মানিক মজুমদার।
গফরগাঁও , থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ শিবিরুল ইসলাম , স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আনিসুর রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জামাল উদ্দিন বলেন, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের সকল শিশুকে ৩৮৫টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
আপনার মতামত লিখুন :