খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ করায় যা বললেন বিএনপি ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-০১, ৭:১৮ অপরাহ্ন /
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ করায় যা বললেন বিএনপি ।

প্রকাশিত,০১, অক্টোবর,২০২৩

মারুফ সরকারঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর এই না কে কেন্দ্র করে তাৎক্ষণিক বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ করেন। তিনি বিগত সময় সরকারের গ্রেফতারের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন।

এদিকে কেরানীগঞ্জ একটি বানোয়াট মামলায় বিএনপির ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয় এবং ৩ জনকে গ্রেফতার করা হয়। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দাবি করা হয় এ সংবাদ সম্মেলন থেকে।