প্রকাশিত,২৪,ডিসেম্বর
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা খানসামা অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে, দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে দিনাজপুরবাসী ব্যানারে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও বর্তমান অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। বিগত সরকারের সময় শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই এলাকা ভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিস্তাপের উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধি করা হবে।
তিনি আরো বলেন, নির্বাচন অবশ্যই হবে, জনপ্রতিনিধিরা সরকারে যাবে। তবে যে সুযোগ বাংলাদেশের জনগণের কাছে সকলকে একসাথে মিলে সে সুযোগকে বাস্তবায়ন করতে হবে। তাই রাজনৈতিক দলসহ সকলকে সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতা ও জাতীয় ঐক্য ধরে রেখে কোন ফ্যাসিবাদী যেন কোন ধরনের পরাশক্তির সহায়তা নিয়ে আবার যেন পূর্ণবাসিত না হয় সেবিষয়ে সজাগ থাকার আহ্বান জানান সেই সাথে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের উপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে যেন পরবর্তী সময়ে কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে বলে বক্তব্যে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের মানুষকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ঠেলে দিবেন না। আপনাদের প্রতি উদাত্ত আহবান থাকবে আপনারা দেখেছেন চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের কি অবস্থা হয়। আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি এবং দখলদারদের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণভরে ভালবাসবে, স্বাগত জানাবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই ২৪ এর অনুত্থানে আমার ভাইদেরকে যারা শহীদ করেছে, আহত করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করতে চাই। তাদের এমন দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা হবে যেন বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকার মাথা চাড়া দিতে না পারে। জুলাই অভুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারা বাংলাদেশের একটা কাঠামোগত পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য আমরা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩ টি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।
এর আগে দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নজমুল হাসান, ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ, থানা ইনচার্জ (ওসি) নজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষমা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এসময় খানসামা উপজেলায় লাইব্রেরী তৈরিতে ৫০ লক্ষ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লক্ষ টাকাসহ মোট ১ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিভিন্ন মিডিয়া সংবাদ কর্মীরা।
আপনার মতামত লিখুন :