উপাচার্য নিয়োগ চর্চায় এগিয়ে শাহ নিস্তার জাহান কবির।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১৫, ১:৩৫ অপরাহ্ন /
উপাচার্য নিয়োগ চর্চায় এগিয়ে শাহ নিস্তার জাহান কবির।

প্রকাশিত,১৫,সেপ্টেম্বর, ২০২৪

জুবায়ের, জবি প্রতিনিধি :

প্রতিষ্ঠার ১৯ বছর পেরোলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে উপাচার্য নিয়োগ পায়নি জবি শিক্ষার্থীরা। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর পদত্যাগ করেন জবি উপাচার্য ড. সাদেকা হালিম। উপাচার্য হওয়ার চর্চায় একাধিক ব্যাক্তি থাকলেও জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির রয়েছেন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে।

এপর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছয়জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। তাদের কেউই জবির শিক্ষকদের মধ্যে ছিলেন না। নিজ ক্যাম্পাসের উপাচার্য না হওয়াই তারা কখনো শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে দাবী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় থেকে সৎ, যোগ্য ন্যায়পরাপরায়ণ উপাচার্য নিয়োগ হলে সর্ব প্রকার অসংগতি দূর করে বিশ্ববিদ্যালয়কে সাফল্যের শেকড়ে পৌছে দিবেন বলে মনে করেন তারা।

অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করেন তিনি। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার লেখা শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন। সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পালানোর দিনও শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায়।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, “অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির স্যার সর্বদা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সামজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজপথেও ছিলেন সোচ্চার। বিশ্ববিদ্যালয়ের নানান অসংগতি, অবকাঠামো পরিবর্তন করতে তার কোন বিকল্প নাই।”

উপাচার্য নিয়োগ বিষয়ে ব্যবসায় ব্যবস্থাপনায় বিভাগের শিক্ষার্থী নকিবুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় বহির্ভূত বা অযোগ্য কোন ব্যাক্তিকে আমরা উপাচার্য হিসেবে চায় না। শাহ নিস্তার জাহান স্যার শিক্ষার্থীদের কল্যাণে সর্বস্ব ত্যাগ করতে পারেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রমাণিত। তাদের মতো শিক্ষককে উপাচার্য নিয়োগ করলেই বিশ্ববিদ্যালয় গৌরব অক্ষুণ্ণ থাকবে।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, “ছাত্র আন্দোলনকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন এবং যোগ্য, তাদের মধ্য থেকেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দেখতে চাই। কোন রাজনৈতিক আদর্শ বাস্তবায়নকারী, দুর্নীতিগ্রস্ত উপাচার্য নিয়োগ আমরা মেনে নিবোনা। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের বৃহৎ একটা অংশ মতবিনিময় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে জবি উপাচার্য করার যৌক্তিকতা তুলে ধরছেন।”