বন্যার্তদের পাশে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-২৮, ১:৫৬ পূর্বাহ্ন /
বন্যার্তদের পাশে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ

প্রকাশিত

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত অনুদান এবং নিজ উদ্যোগে পার্শ্ববর্তী রাস্তায় সাধারণ মানুষের নিকট হতে ত্রাণ সংগ্রহ করেন।
রবিবার (২৫ আগষ্ট) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম এর অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষে নিজেরা নগদ অর্থ দান করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে রাস্তায় পথচারী ও সাধারণ মানুষের নিকট নগদ অর্থ চাওয়া হয়। এ সময় সবাই আন্তরিক ভঅবে স্বেচ্ছায় নগদ অর্থ প্রদান করেন।
এ সময় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা শিরিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফাজানা চৌধুরী, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জাফর আহমদ মোল্লা, সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. সারওয়ার জাহান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী সালেহ উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন খান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হোসনা, গারস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক আফরোজা খান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গোলাম রসুল প্রসূখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কলেজের সবাইকে নিয়ে কিছু টাকার ব্যবস্থা করেছি। এ টাকা দিয়ে বন্যার্তদের জন্য শুকনো খাবার, কাপড়সহ নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র ক্রয় করা হবে।