প্রকাশিত,১৭, আগস্ট,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে মাদকাসক্ত এক যুবককে পিটিয়ে হত্য করেছে আপন ২ মামা।
বুধবার ১৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার লক্ষিপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
নিহত ব্যক্তি হলেন, লক্ষিপুর উত্তর পাড়া গ্রামে সহিদুল ইসলামের ছেলে লাবু হোসেন লিমন(২৫)।
পুলিশ ও স্থানিয়রা জানায়,লাবু দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকার জন্য বাসায় প্রায় প্রায় ঝগড়া লেগেই থাকত। নেশার টাকা না দিলে বাসার মুল্যবান জিনিস পত্র বিক্রি করত। এর এক পর্যায়ে কিছু দিন আগে নেশা করার সময় পুলিশের হাতে আটক হয়ে জেল খাটে। পরে জেল থেকে জামিনে বের হয়ে বাড়ি আসে আবার নেশার টাকা জন্য বাবা মায়ের সাথে খারাপ ভাষায় গালি গালাজ করত এবং মারতে যেত। শহিদুল ইসলাম লাবুর মামাদের খবর দেয় যে তোমরা আসায় তোমার ভাগিনাক শাসন করেন লাবুর সাথে পারা যাচ্ছে না হামাকে মারির আইসেছে। পরে রাতে মামারা বাসায় আসে ভাগিনা লাবুর হাত পা রসি দিয়ে বাধে লোহার রড আর বাঁস দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রসিদ ঘটানর সতত্যা নিশ্চত করে বলেন, এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :