রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান, ১০ হাজার মিটার জাল ধ্বংস,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-১০, ১০:২৩ পূর্বাহ্ন /
রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান, ১০ হাজার মিটার জাল ধ্বংস,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় আনুমানিক ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে মৎস্য বিভাগ ও রাঙ্গাবালী থানা পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হলো মা ইলিশের ধরা রোধ করা এবং সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা।

এ সময় রাত-দিন নদী ও সাগর মোহনায় টহল জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসন আশা করছে, এই ধরনের কঠোর পদক্ষেপ মা ইলিশের সংরক্ষণে কার্যকর হবে এবং স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।