ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-২০, ২:৩৪ অপরাহ্ন / ১১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন

হানিফ খান স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন।

গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার মৃত্যুবরণ করলে ওয়াড মেম্বারের পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী 20/10/202 মঙ্গলবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হয়েছে মোহাম্মদ মানিক মিয়া। ভোট পেয়েছেন 539, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আবু সাঈদ পেয়েছেন 489 ভোট।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান প্রার্থীগণ।
সকাল থেকেই ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তামান্না আক্তার , থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার, এস, আই, নূর শাহীনসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে।
বেসরকারী ভাবে নির্বাচিত মেম্বার মানিক বলেন ওয়ার্ড এর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।