‘
প্রকাশিত
মারুফ সরকার, প্রতিবেদকঃ
‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ‘বিষ পান’ করা চার জুলাই যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।
পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন ও তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এছাড়া প্রতিনিধিদলটি ‘বিষ পান’ করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন, শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।
আপনার মতামত লিখুন :