নীলফামারীতে ছাত্রশিবিরের গনমিছিল অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-০২, ২:২৬ অপরাহ্ন /
নীলফামারীতে ছাত্রশিবিরের গনমিছিল অনুষ্ঠিত।

প্রকাশিত,০২,ফেব্রুয়ারি২০২৫

জহুরুল ইসলাম
নীলফামারী প্রতিনিধি।

দীর্ঘ ১৫ বছরের গুম, খুন ও জুলাই গণহত্যা, দূর্নীতি-সহ সকল অপরাধের সাথে জড়িত খুনি হাসিনা সহ সকলের সর্বোচ্চ বিচারের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে আয়োজিত এই গণমিছিলটি জেলা শহরের বড় বাজার থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসানের সঞ্চালনায় শহর সভাপতি মো: শফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় আইন সম্পাদক মো: আরমান পাটোয়ারী বক্তব্য রাখেন এতে।

বক্তারা বলেন, “বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও শিক্ষা সংস্কারে কোন তাৎপরতা নেই এমনকি গুম, খুন, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের মূলক কার্যক্রম এখনো চালু রয়েছে উল্লেখ করে অতি দ্রুত তা বন্ধের দাবি রাখেন বক্তারা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিটিও জোরালোভাবে তুলে ধরা হয় এ