

প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল(০১ নভেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
আলোচনা সভায় সঞ্চালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমবায় হলো জনগনের অংশগ্রহনভিত্তিক একটি আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম,পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি, অগ্রণী সেচ-প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী, সমিতির পক্ষ হতে বক্তব্য দেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সমিতির সদস্য মোসাঃ তানিয়া বেগম প্রমুখ।






















আপনার মতামত লিখুন :