চরশিবায় টিউবওয়েল বসাতে গিয়ে সন্ধান মিলেছে গ্যাসের


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৮, ৮:০৯ অপরাহ্ন /
চরশিবায় টিউবওয়েল বসাতে গিয়ে সন্ধান মিলেছে গ্যাসের

প্রকাশিত,০৮,সেপ্টেম্বর, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে গভীর নলকূপ (টিউবওয়েল) বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। অনবরত বের হচ্ছে গ্যাস। সেই গ্যাস দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে বাড়ির লোকজন। খবরটি ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করেছে এলাকাবাসী।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) চরকাজল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির এর বাড়িতে টিউবওয়েল বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত অনাবরত গ্যাস বের হচ্ছে।

জানা গেছে, টিউবওয়েলের পাইপ বসানোর পরে পাইপের মধ্যে বুদ বুদ শব্দ শুনতে পায় ইউপি সদস্য মনির। ১৫ দিন পর মিস্ত্রি টিউবওয়েল বসাতে আসলে গ্যাস ওঠার কথা জানতে পারে সে।তখন ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের পাশে দিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

ইউপি সদস্য মনির বলেন, তার বাড়িতে টিউবওয়েল বসানোর পর সেখান থেকে গ্যাস বের হওয়া শুরু হয়। আজ ৫ দিন ধরে গ্যাস বের হচ্ছে। মাঝে মধ্যে গ্যাসের আগুনে রান্না করছে বাড়ির লোকজন। ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি তিনি কয়েকদিন পর্যবেক্ষণ করতে বলেছেন।

এলাকাবাসীর অভিমত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে গ্যাস রয়েছে কী না সেই বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।