গাজীপুরে লিড ফ্যাশনের চুরি হওয়া আড়াই টন ফেব্রিকস উদ্ধার, গ্রেপ্তার ১


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৯, ১০:৪১ অপরাহ্ন /
গাজীপুরে লিড ফ্যাশনের চুরি হওয়া আড়াই টন ফেব্রিকস উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত,২৯,সেপ্টেম্বর

এম এইচ শাহীন, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে লিড ফ্যাশন থেকে চুরি হওয়া ২ হাজার ৬৫৪ কেজি ফেব্রিকস উদ্ধার করেছে জিএমপি’র কোনাবাড়ি থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৌহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি হরিণাচালা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে তৌহিদুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় লিড ফ্যাশন নামের ফ্যাক্টরী থেকে ২ হাজার ৬৫৪ কেজি ফেব্রিকস চুরি হয়। এ ঘটনায় বাদী হয়ে গতকাল শুক্রবার গাজী সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি তৌহিদুল ইসলাম ও অপুসহ পাঁচজনের নাম উল্লেখ করেন। এরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান বলেন, ‘ফেব্রিকস চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এম এইচ শাহীন
গাজীপুর।