গলাচিপায় উপজেলা প্রসাশনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৯, ১১:৫৭ অপরাহ্ন /
গলাচিপায়  উপজেলা প্রসাশনের আয়োজনে  বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত,২৯,ডিসেম্বর

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রসাশনের আয়োজনে থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ২৮ ডিসেম্বর শনিবার বেলা চার’টার দিকে উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ সভায় মূল আলোচনায় ঢাকা সচিবালয় অগ্নি কান্ডের ঘটনা টি উপস্থাপন করা হয়। এসময় উপজেলার সকল হাটবাজারে সতর্কতা বৃদ্ধির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ, গ্রাম পুলিশের টহল জোরদার করা, জনসচেতনতায় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিশেষ নিজ নিজ এলাকায় পাহাড়া জোরদার, বৈদ্যুতিক সংযুক্ত বাসা, বাজার, অফিস -আদালোত গুলোতে পরিক্ষা নিরীক্ষা, বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি’র সার ডিলার ও খুচরা বিক্রিয় সেন্টার এবং সার মৌজুদ গুদাম ঘরে পাহাড়া বৃদ্ধি সহ থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের নামে কেউ যেন কোন সহিংসতা করতে না পারে, তার জন্য রাত ১০ টার মধ্যে’ই সীমিত করা নির্দেশনা উপস্থাপন করেন নির্বাহী অফিসার মিজানুর রহমান।

এসময় বক্তব্য প্রদান করেন গলাচিপা থানার ওসি, মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, গণঅধিকার পরিষদের আহব্বায়ক মোঃ মিজানুর রহমান (মাষ্টার), গলাচিপা ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, বণিক সমিতির তাপস দত্য, বৈস্বাম্য ছাত্র বিরোধী আন্দলোনের প্রতিনিধি।

বিশেষ সভায় উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি, মেডিকেল অফিসার নোমান পারবেজ, যুব-পরিষদের পটুয়াখালী জেলার সহ সভাপতি মোঃ মহিবুল্লাহ্ এনিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আমখোলা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তোফা খান, শিক্ষক প্রতিনিধি সহ অন্যান সাংবাদিক বৃন্দ এবং আনসার বিডিপি’র প্রতিনিধি সহ সরকারি দপ্তরের বিভিন্নজন।