গফরগাঁয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০১, ৮:০৯ অপরাহ্ন /
গফরগাঁয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম,

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকাল ১১,টায় সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়,আয়োজনে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা প্রশাসন কার্যালয় কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, প্রধান অতিথি, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার,এন.এম আব্দুল্লাহ-আল-মামুন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

বিশেষ অতিথি, আমির সালমান রনি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)।
সৈয়দ মোঃ আসাদুজ্জামান সোহেল,
সভাপতি, গফরগাঁও উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ।

সভপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার, উৎপল কুমার মন্ডল,

আমন্ত্রিত অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট সমবায়ীবৃন্দ।