গফরগাঁওয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৩, ৭:১৮ অপরাহ্ন /
গফরগাঁওয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের  সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত,০৩,সেপ্টেম্বর,২০২৪

নিজস্ব প্রতিনিধি :

গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল ১১ টার দিকে এশিয়ান টিভির প্রতিনিধি ও গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক আয়নাল ইসলাম, দৈনিক সবুজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুলসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।