গফরগাঁওয়ে এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক সহ নেতৃবৃন্দ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-১২, ১১:৫১ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন পৌর বিএনপির   আহবায়ক ফজলুল হক সহ নেতৃবৃন্দ।

প্রকাশিত,১২,অক্টোবর

নিজস্ব প্রতিবেদক।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে গফরগাঁও উপজেলা বিএনপির আহবায়ক এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনা পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান থানা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম ,সহ বিভিন্ন নেতৃবৃন্দ পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১১,অক্টোবর) সন্ধ্যা ৭.৩০মিনিট থেকে নেতৃবৃন্দরা পৌরসভার৷ ফুড়িৎপাড়া, পন্ডিত পাড়া সহ ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেনও আর্থিক সহায়তা প্রদান এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন,

এসময় পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যেকালে নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কেউ পূজা মন্ডপ বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান বক্তারা।
এসময় পূজা মণ্ডপ পরিষদের প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন সকল ধরনের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।