কাল পয়েলা সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-৩১, ১:৩৬ অপরাহ্ন /
কাল পয়েলা সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে  সুন্দরবন।

প্রকাশিত,৩১, আগস্ট,২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।।

কাল শুক্রুবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হরবাডিয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট, ট্রলার ও বিভিন্ন নৌযানে চড়ে যেতে পারবেন দর্শনার্থীরা। এদিকে বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোটচালকরা আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন সুন্দরবনে প্রবেশের জন্য। ট্যুর ব্যবসায়ী ও বন বিভাগের প্রত্যাশা বৃষ্টিপাত কমেযাওয়া ও দির্ঘদিন নিষেধাঙ্গার পর অসংখ্য পর্যটক প্রতিদিন ভিড় করবেন সুন্দরবনে।

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সরকারী বিভিন্ন বরাদ্ধে সুন্দরবনকে ঘিরে পর্যটনখাতের উন্নোয়নে নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরই অংশ হিসেবে করমজল স্পটে এক কিলোমিটার ফুটটেইল নতুন করে নির্মান করা হয়েছে। এছাড়া একটি জুলন্ত ব্রিজ ও ্একটি আরসিসি ব্রিজ নির্মান করা হয়েছে। একই সাথে পর্যটকরা বনের সকল তথ্য জানার জন্য করমজলে নির্মান করা হয়েছে ইনফরমেশন সেন্টার। আমরা আশা করছি,তিন মাস বন্ধ থাকার পর করমজলে পর্যটকের ভিড় বাড়বে। তাই আমরা বন বিভাগে দায়িত্বরত সবাই বনের স্পট গুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে।


গেল ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে ছিল বন বিভাগ। এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। ফলে দীর্ঘ তিন মাস সুন্দরবন ছিল পর্যটক শূন্য। #

সটঃ আজাদ কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র।

মোঃ কামরুজ্জামান
বাগেরহাট প্রতিনিধি।