জাতির উদ্দেশ্যে, তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-২৬, ১২:১৮ অপরাহ্ন /
জাতির উদ্দেশ্যে,  তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান কাউকে অ’ভি’যু’ক্ত না করে,ঐতিহাসিক এক বক্তব্যে সারা দেশের মানুষকে একসাথে সম্বোধন করেছেন।
এটা কেবলমাত্র একজন সত্যিকারের দেশ প্রেমিকেই পারেন।

১৭ বছর পর দেশে ফেরা একজন রাজনৈতিক নেতার প্রথম বক্তব্য সাধারণত যেমন হয়, এই বক্তব্য তেমন ছিল না। পূর্বাচলের জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান কাউকে অ’ভি’যু’ক্ত করেননি, কোনো নাম উচ্চারণ করেননি, এমনকি নিজের কষ্ট বা ব’ঞ্চ’না’র কথাও তোলেননি। তিনি কথা বলেছেন আল্লাহর রহমত, মানুষের দোয়া এবং ভবিষ্যতের দায়িত্ব নিয়ে।

বক্তৃতার শুরুতে “প্রিয় বাংলাদেশ” বলে তিনি যেন সমগ্র দেশকেই একসাথে সম্বোধন করেছেন। এরপর রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ইসলামী পরিভাষার সংযত ব্যবহার এবং শেষদিকে দেশের জন্য দোয়া—সব মিলিয়ে বক্তব্যটি রাজনৈতিক ভাষণের চেয়ে বেশি দায়িত্ববোধের প্রকাশ হয়ে উঠেছে।

এই ভাষণে হিংসা ছিল না, ছিল না প্র’তি’শো’ধে’র ইঙ্গিত। ছিল ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান। পাহাড় থেকে সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন তিনি।