বাসাইলে প্রাথমিক বিদ্যালয়ে ‘প্লে গ্রাউন্ড” উদ্বোধন করলেন ইউএনও


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-১৩, ৭:১৫ অপরাহ্ন /
বাসাইলে প্রাথমিক বিদ্যালয়ে ‘প্লে গ্রাউন্ড” উদ্বোধন করলেন ইউএনও
print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনোদন ও সৃজনশীল বিকাশের জন্য নির্মিত ‘প্লে গ্রাউন্ড” এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।

বৃহপতিবার (১৩ নভেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘প্লে গ্রাউন্ড” শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠবে এই লক্ষ্যেই ‘প্লে গ্রাউন্ড” স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের হাসি খুশি শৈশব নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এই ‘প্লে গ্রাউন্ড” তাদের জন্য আনন্দ ও শেখার এক নতুন দিগন্ত খুলে দেবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে প্লে গ্রাউন্ডের বিভিন্ন খেলাধুলার স্থাপনা ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।