২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় গফরগাঁওয়ে আনন্দ মিছিল


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-০৩, ১২:৩০ পূর্বাহ্ন /
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় গফরগাঁওয়ে আনন্দ মিছিল

প্রকাশিত,২,ডিসেম্বর

আয়নাল ইসলাম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দমিছিল করেছেন গফরগাঁওউপজেলা

একুশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দমিছিল শুরু করে পৌর শহরেরগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে আনন্দ মিছিল শেষ করে।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল আল মামুন বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে।
পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান স্বপন, বলেন তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাঁকে এ মামলায় জড়িয়েছিলেন।