সিরাজদিখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২৪, ১২:০০ পূর্বাহ্ন /
সিরাজদিখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার ঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার মার্কেটের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেল।
সভায় প্রধান অতিথি ও বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান হাওলাদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী শাহাদাৎ শিকদার, সমাজসেবক আজিজুল ইসলাম, আলহাজ মুসা শেখ, ছাত্র নেতা রাসেল শেখ ও জুয়েল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সিরাজদিখান গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।