সিরাজদিখানে অটোর নিচে পরে শিশুর মৃত্যু, যুবদল নেতার মধ্যস্ততায় ২ লাখে মিমাংসা!


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১১, ৫:১৫ অপরাহ্ন /
সিরাজদিখানে অটোর নিচে পরে শিশুর মৃত্যু, যুবদল নেতার মধ্যস্ততায় ২ লাখে মিমাংসা!

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশার চাপায় রাকেশ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া মনিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকেশ পশ্চিম রশুনিয়া মনিপাড়া এলাকার বাসিন্দা বৈখণ্ড ঋষির ছেলে। সে রাস্তা পার হওয়ার সময় চলন্ত অটোরিকশার নিচে দৌড়ে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অটোরিকশা চালক আরিফ ধামালিয়া এলাকার বাসিন্দা। এদিকে রশুনিয়া ইউনিয়না ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য দুলাল (দুলাল মেম্বার)সহ স্থানীয় আরো বেশ কয়েকজনের মধ্যস্ততায় অটো চাপায় ৬ বছরের শিশু রাকেশ মৃত্যুর ঘটনা ২ লাখ টাকায় মিমাংসা করা হয়েছে। এদিন বিকাল ৪ টার দিকে পশ্চিম রশুনিয়া (মনিপাড়া) গ্রামে নিহত ওই শিশুর নিজ বসত বাড়ীতে গ্রাম্য সালিশের মাধ্যমে নিহতের ঘটনাটি মিমাংসা করা হয়। গ্রাম্য ওই শালীশে রশুনিয়া ৪ নং ওয়ার্ড ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শালিশে দুই লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা ১৫ জুন ও বাকী ১ লাখ টাকা পহেলা জুলাই ভূক্তভোগী পরিবারের হাতে বুজিয়ে দেওয়া সিদ্ধান্ত হয়। তবে রফা করা ২ লাখ টাকার পুরো টাকা পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। স্থানীয়রা আরো জানায়, দূর্ঘটনায় শিশু রাকেশ নিহতের ঘটনায় অটো চালকের কোন দোষ ছিলো না। শিশুটি নিজেই দৌড়ে গিয়ে অটোর নিচে পরে। মুন্সীগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক সদস্য দুলাল সহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা চালককে অভিযুক্ত সাজিয়ে তার কার থেকে অর্থ আদায় করা হয়েছে মর্মে অভিযোগ রয়েছে। অন্যদিকে খেটে খাওয়া একজন অটো চালকের দোষ না থাকার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোষী করে মোটা টাকার বিনিময়ে মিমাংসা করার বিষয়টি সুশীল সমাজের সচেতন নাগরিকরা অশনিসংকেত হিসেবে বিবেচনা করছেন।

এ বিষয় রশুনিয়া ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুলালের মুঠোফোনে ফোন করে জানতে চাওয়া হলে তিনি মিমাংসার কথা স্বীকার করেন। ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে কুরুচিপূর্ণ আচরণ করে ফোন কেটে কেটে দেন।

সিরাজদিখান উপজেলা বিএনপির নিসিয়র এক নেতাকে প্রতিবেদকের সাথে যুবদলের আহবায়ক সদস্য দুলালের কুরুচিপূর্ণ আচরণের ব্যপারে অবহিত করলে তিনি প্রতিবেদকে অভয় দিয়ে সংবাদটি প্রকাশ করার জন্য বলেন।

সিরাজদিখান  থানার ওসি শাহেদ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজাদ নাদভী

১১-০৬-২৫