প্রকাশিত
শুভ বসাক :
জাতিসংঘের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ১০ম সভাটি বুধবার ২১ মে ২০২৫ বিকাল ৩টায় ময়মনসিংহের সি,কে ঘোষ রোডস্থ সারিন্দা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নারী নেত্রী ও স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য আইনুননাহার এর সভাপতিত্বে ও বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। স্টিয়ারিং কমিটির সদস্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন, ডাঃ তাজরিন শামস্ খান, নারী নেত্রী সুবর্না পলি দ্রং, শিক্ষক শামসুল আলম, সংস্কৃতিকর্মী শুভ্র চক্রবর্তী ও ইয়ুথ লিডার জাকিয়া সুলতানা। সভায় বক্তারা বলেন যে, স্টিয়ারিং কমিটি গঠনের পর আমরা প্রত্যেকেই ব্যক্তিগত,প্রাতিষ্ঠানিক ও কমিটির যৌথ উদ্যোগে নারী,শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার আওতায় বিভিন্ন ক্যাটাগরির স্টেকহোল্ডারদের মাঝে বাল্যবিবাহ,যৌতুক ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সচেতনতা, স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় কমিউনিটিতে ক্যাম্পেইন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অ্যাডভোকেসী প্রোগ্রামের মাধ্যমে কর্মক্ষেত্রে নারী সহায়ক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন ও কার্যকর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গুলোকে সক্রিয় করনের জন্য সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিকট হতে আশাব্যাঞ্জক প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে। কমিটির সদস্যগন সিদ্ধান্ত গ্রহণ করেন যে, নারী প্রগতি সংঘের প্রকল কাজ না থাকলেও নারীর জন্য মর্যাদাকর ও একটি প্রকৃত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজগুলো চালিয়ে যাব। কমিটির সকল সম্মানিত সদস্যদের এই জাতীয় প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে স্টিয়ারিং কমিটির সর্বশেষ সভাটি।
আপনার মতামত লিখুন :