শিবচরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৫১ হাজার জরিমানা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১১, ৯:২৫ অপরাহ্ন /
শিবচরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৫১ হাজার জরিমানা।

প্রকাশিত,১১,সেপ্টেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:

শিবচর উপজেলায় ১টি আইসক্রিম ফ্যাক্টরি ও ১ টি তাকওয়া সখের দোকানে অভিযান চালিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি আইসক্রিম ফ্যাক্টরি এবং ১টি তাকওয়া সখের দোকানিকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার চান্দেরচর বাজারের মধু আইসক্রিম ফ্যাক্টরি নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার এবং শিবচর পৌর বাজারের তাকওয়া সখের দোকানিকে ১হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, চান্দেরচর বাজারে অবস্থিত মধু আইসক্রিম ফ্যাক্টরিতে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করা(বিএসটিআই) লাইসেন্স না থাকা এবং উপজেলা গেইট সংলগ্ন তাকওয়া সখের দোকানে পন্যের গায়ে মোড়ক ব্যবহার না করা ও বিভিন্ন অনিয়মের কারণে ২টি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।