প্রকাশিত,১৩,জানুয়ারি
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। অল্পদিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে এই প্রথম জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ২০১৪, ‘১৮ ও ‘২৪ সালে দেশের সাধারণ মানুষ কোনো ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশলীগ সাধারণ মানুষকে বলেছে, আপনাদের ভোট দেয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, সুদ-ঘুষমুক্ত নতুন বাংলাদেশ হবে। যেখানের থাকবে না কোনো হানাহানি, দোষাদোষি, মারামারি, এমন বাংলাদেশই দেখে জামায়াতে ইসলামী। তাই নতুনদের কাঁধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্য আমাদের একতাবদ্ধ হয়ে একত্রে থাকতে হবে।
মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম প্রধান মাওলানা আব্দুস সোবাহান খান, টিম সদস্য দেলোয়ার হুসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :