ময়েজউদ্দিন স্মৃতি মেগা ফুটবল টূর্ণামেন্ট মেগা ফাইলান খেলা আনুষ্ঠিত হয়।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৬, ১১:৪৭ অপরাহ্ন /
ময়েজউদ্দিন স্মৃতি মেগা ফুটবল   টূর্ণামেন্ট মেগা  ফাইলান খেলা আনুষ্ঠিত হয়।

প্রকাশিত,০৬,সেপ্টেম্বর, ২০২৪

মোঃ শাহানুর রহমান।
খানসামা উপজেলাজেলা প্রতিনিধি

দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মরহুম ময়েজ উদ্দীন শাহ ফুটবল টূর্ণামেন্ট মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদকে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছেড়ে খেলতে নামি মাঠে এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নলবাড়ী ক্যাম্পেরহাটের যুবকরা ফুটবল টুনামেন্টের আয়োজন করে।

আজকে শুক্রবার বিকেল ৪: টার সময় ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নলবাড়ী গ্রামের নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটন,সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুল হাই শাহ্, বিশেষ অতিথি রফিকুল ইসলাম রিকো, সহসভাপতি ছিলেন রেজাউল ইসলাম সবুজ,

খেলাটি পরিচালনা করেন রেফারি মান্নান, ধারাভাষ্যকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এস এম শফিক (সময় টিভি, মাইটিভিতে, Gtv) তাকে কম বেশি সব সময় দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে, সহকারি ধারাভাষ্যকার ছিলেন মিম শাহ্

যে দল দুটি পরস্পরের সাথে মোকাবেলা করছিলো মানিকগঞ্জ বাজার যুব একাদশ বনাম ইপিজেট বাবুর হাট। তাদের খেলার গোলের পরিমান ছিলো মানিকগঞ্জ ২ বাবুর হাট ২ তার পর ট্রাইফিকার হয়ে সমান সমান গোল, এর পরবর্তীতে টসের মাধ্যমে বিজয় ঘোষণা করে টসে মানিকগঞ্জ বাজার যুব একাদশ বিজয় লাভ করে।
পুরো খেলাটি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করে।
এসটি,বাংলাটিভি চ্যানেলের দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোঃ আতাউর রহমান ও কামরুজ্জামান সৌরভ (দিনাজপুর জেলা প্রতিনিধি) এম,কে টিভি,

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর জেলার খানসামা উপজেলা ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটন, জনাব আব্দুল হাই শাহ্, জনাব রফিকুল ইসলাম রিকো।
খেলাটি সুন্দর ভাবে পরিচালনা করা হয়েছে কোন প্রকার ঝামেলা ছাড়া।