প্রকাশিত,১৪,সেপ্টেম্বর
সোহাগ হোসেনঃ-
যশোরের বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় স্থল বন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান ও পরিচালক রেজাউলের শাস্তি চেয়ে জরুরী বৈঠকে বসে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”।
শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজার অবস্থিত হোটেল “সানরুফ” এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব সাহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি-আজিজুল হক এবং সাধারণ সম্পাদক-আইয়ুব হোসেন পক্ষী সহ সংগঠনের অধিকাংশ সাংবাদিক যোগ দেন। সভাপতির স্বাগতিক বক্তব্য শেষে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সংগঠনের করনীয় প্রসংগে সাধারণ সদস্যদের সাংগঠনিক মতামত চাওয়া হয়।
সাধারণ সদস্যদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন সভাপতি-আজিজুল হক এবং সাধারণ সম্পাদক-আইয়ুব হোসেন পক্ষী। দীর্ঘ আলোচনা শেষে রবিবার বেলা ১১টায় বেনাপোল কাষ্টমস হাউজের সামনে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে “মানব বন্ধন” কর্মসুচি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জরুরী ঐ বৈঠকে যে সকল সদস্য উপস্থিত ছিলেন-আজিজুল হক সভাপতি সময় টেলিভিশন,আনিছুর রহমান সিনিঃ সহঃ সভাপতি দৈনিক প্রতিদিনের কথা, আবুল বাশার সহঃ সভাপতি দৈনিক জন্মভূমি, মনির হোসেন সহঃ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ, আইয়ুব হোসেন পক্ষী সাধারন সম্পাদক আনন্দ টেলিভিশন,ওসমান গণি সহঃ সাধারন সম্পাদক নাগরিক টেলিভিশন,আসাদুজ্জামান রিপন সহঃ সাধারন সম্পাদক দৈনিক লাখোকন্ঠ,জাহিদ হাসান সহঃ সাধারন সম্পাদক দৈনিক গ্রামের কন্ঠ, তামিম হোসেন সবুজ সহঃ সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ, সুমন হুসাইন সহঃ সাংগঠনিক সম্পাদক দৈনিক মাতৃছায়া,সেলিম আহম্মেদ অর্থ সম্পাদক এশিয়ান টেলিভিশন,জাকির হোসেন সহঃ অর্থ সম্পাদক দৈনিক কাগজ, রাসেল ইসলাম প্রচার সম্পাদক গ্লোবাল টেলিভিশন, আকাশ হোসেন সাগর সহঃ প্রচার সম্পাদক দৈনিক সমাচার, ইকরামুল হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রজন্ম একাত্তর, সাইবুর রহমান সুমন সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা, রবিউল ইসলাম সহঃ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন,জাকির হোসেন সহঃ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন ভোর, জিসান আহম্মেদ রাব্বি সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোর, মারুফ ইসলাম সহঃ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক সমাজের চোখ, নাজিম উদ্দীন জনি সহঃ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তরঙ্গ নিউজ ডট কম, শেখ মাসুদুর রহমান সহঃ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দ্যা নিউজ,সাহিদুল ইসলাম শাহীন কার্যকরী সদস্য দৈনিক কালের বিবর্তন,আরিফুল ইসলাম সেন্টু কার্যকারী সদস্য বাংলা টেলিভিশন, সেলিম রেজা তাজ কার্যকারী সদস্য দৈনিক প্রথম ভোর,নোমান খসরু সংগ্রাম কার্যকারী সদস্য দৈনিক আজকের নীলকন্ঠ,সোহাগ হোসেন কার্যকারী সদস্য দৈনিকসমাবেশ,সংগ্রাম হোসেন বাবু সাধারণ সদস্য চিত্র সাংবাদিক আনন্দ টেলিভিশন, কুরবান গাজী সাধারণ সদস্য দৈনিক আলোকিত সকাল, সাহিদ আতিকুজ্জামান রিমু সাধারণ সদস্য দি মরনিং নিউজ,জমির হোসেন সাধারণ সদস্য দৈনিক ঢাকার ডাক, সম্রাট হুসাইন সাধারণ সদস্য দৈনিক বাংলাদেশ বার্তা প্রমূখ।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৪/৯/২৪
আপনার মতামত লিখুন :