বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-৩১, ৭:৫৫ অপরাহ্ন /
বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়।

বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারি কমিশনার (ভূমি) নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রনোদনার আওতায় ৭ হাজার কৃষকদের সরিষা, ১৫০ জন কৃষকদের গম ও ৫০ জন কৃষকদের সূর্যমূখির বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।