

প্রকাশিত
স্টাফ রিপোর্টার:
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন–এর সম্পাদক ও প্রকাশকের বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দ্যনিউজ২৪.কম–এর সম্পাদক ও ব্রামা নির্বাচনে সভাপতি প্রার্থী আনোয়ারুল ইসলাম।
আজ শুক্রবার আনোয়ারুল ইসলামের পক্ষে নোটিশটি পাঠান তাঁর আইনজীবী অ্যাডভোকেট লতিফুর রহমান।
নোটিশে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত “বিএনপি মহাসচিবের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সংবাদটিতে প্রকাশিত তথ্য যাচাই–বাছাই ছাড়া প্রকাশ করায় আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সংবাদে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ, সাক্ষাৎকার বা সরকারি তথ্যসূত্র উপস্থাপন করা হয়নি। তিনি কখনোই বিএনপি মহাসচিবের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করেননি বলেও দাবি করা হয়েছে।
অ্যাডভোকেট লতিফুর রহমান বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। ২৪ ঘণ্টার মধ্যে সংবাদটির প্রতিবাদ প্রকাশ না করলে আমরা আদালতের শরণাপন্ন হব।”
নোটিশে বসুন্ধরা গ্রুপের এমডি এবং বাংলাদেশ প্রতিদিন–এর সম্পাদককে ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন ও প্রিন্ট সংস্করণে একই স্থানে প্রতিবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :